জানুয়ারি,2024 মাসের অ্যাস্ট্রোনমিক্যাল বুলেটিন জানুয়ারি,2024 মাসের অ্যাস্ট্রোনমিক্যাল বুলেটিন
চাঁদ
চাঁদ 09 তারিখ শুক্রের প্রায় 5½° দক্ষিণে, 10 তারিখ বুধের প্রায় 6½° দক্ষিণে এবং মঙ্গলের প্রায় 4° দক্ষিণে, 14 তারিখ শনির প্রায় 2° দক্ষিণে, 16 তারিখ নেপচুনের প্রায় 1° দক্ষিণে, 19 তারিখ বৃহস্পতির প্রায় 3° উত্তরে এবং 20 তারিখ মধ্যরাত্রির পরে ইউরেনাসের প্রায় 3° উত্তরে অতিক্রম করে।
পৃথিবী 03 তারিখ পৃথিবী পেরিহিলিয়ন বা কক্ষপথে সূর্যের সবথেকে কাছে অবস্থান করে। গ্রহ গ্রহের দৃশ্যমানতা :
বুধ : পুরো মাস জুড়ে গ্রহটি সূর্যোদয়ের প্রায় 1½ ঘন্টা থেকে 1 ঘন্টা পূর্বে উদিত হয়। মাসের 02 তারিখ থেকে গ্রহটির গতি পৃথিবীর সাপেক্ষে মার্গী হয়। 12 তারিখ গ্রহটি সূর্য থেকে 23½° কোণে গ্রেটেস্ট ওয়েস্টার্ন ইলংগেশন পজিশনে থাকে।
শুক্র : মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত গ্রহটি সূর্যোদয়ের প্রায় 3 ঘন্টা থেকে 2½ ঘন্টা পূর্বে উদিত হয় এবং মাসের বাকী দিনগুলিতে সূর্যোদয়ের প্রায় 2½ ঘন্টা থেকে 2 ঘন্টা পূর্বে উদিত হয়।
মঙ্গল : মাসের 13 তারিখ পর্যন্ত সূর্যের খুব কাছাকাছি অবস্থানের কারনে গ্রহটি দৃশ্যমান হয় না। এরপর মাসের 14 তারিখ থেকে গ্রহটি পশ্চিমাকাশে দৃশ্যমান হয় এবং মাসের বাকী দিনগুলিতে সূর্যোদয়ের প্রায় 1 ঘন্টা পূর্বে উদিত হয়।
বৃহস্পতি : মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গ্রহটি স্থানীয় মধ্যরাত্রির প্রায় 1½ ঘন্টা থেকে 1 ঘন্টা পরে, মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত গ্রহটি স্থানীয় মধ্যরাত্রির প্রায় 1 ঘন্টা থেকে ½ ঘন্টা পরে, মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত গ্রহটি স্থানীয় মধ্যরাত্রির ½ ঘন্টা পর থেকে স্থানীয় মধ্যরাত্রির কাছাকাছি সময়ে, এবং মাসের বাকী দিনগুলিতে গ্রহটি স্থানীয় মধ্যরাত্রির কাছাকাছি সময় থেকে স্থানীয় মধ্যরাত্রির প্রায় ½ পূর্বে অস্ত যায় । 27 তারিখ গ্রহটি সূর্যের সাপেক্ষে কোয়াড্রেচারে অবস্থান করে।
শনি : মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গ্রহটি সূর্যাস্তের প্রায় 4 ঘন্টা থেকে 3½ ঘন্টা পরে, মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত গ্রহটি সূর্যাস্তের প্রায় 3½ ঘন্টা থেকে 3 ঘন্টা পরে, মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত গ্রহটি সূর্যাস্তের প্রায় 3 ঘন্টা থেকে 2½ ঘন্টা পরে এবং মাসের বাকী দিনগুলিতে গ্রহটি সূর্যাস্তের প্রায় 2½ ঘন্টা থেকে 2 ঘন্টা পরে অস্ত যায়।
ইউরেনাস : মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গ্রহটি স্থানীয় মধ্যরাত্রির প্রায় 2½ ঘন্টা থেকে 2 ঘন্টা পরে , তৃতীয় সপ্তাহ পর্যন্ত গ্রহটি স্থানীয় মধ্যরাত্রির প্রায় 2 ঘন্টা থেকে 1½ ঘন্টা পরে এবং মাসের বাকী দিনগুলিতে প্রায় 1½ ঘন্টা থেকে ঘন্টা পরে অস্ত যায়। মাসের 27 তারিখ থেকে গ্রহটির গতি পৃথিবীর সাপেক্ষে মার্গী হয়।
নেপচুন : মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গ্রহটি স্থানীয় মধ্যরাত্রির প্রায় 1½ ঘন্টা থেকে 2 ঘন্টা পূর্বে , তৃতীয় সপ্তাহ পর্যন্ত গ্রহটি স্থানীয় মধ্যরাত্রির প্রায় 2 ঘন্টা থেকে 2½ ঘন্টা পূর্বে এবং মাসের বাকী দিনগুলিতে প্রায় 2½ ঘন্টা থেকে 3ঘন্টা পূর্বে অস্ত যায়।
গ্রহের সংযোগ : 06 তারিখ শুক্র গ্রহ জ্যেষ্ঠা (আন্তারেস) নক্ষত্রের প্রায় 6½° উত্তরে অতিক্রম করে। 27 তারিখ বুধ গ্রহ মঙ্গলের প্রায় ½° উত্তরে অতিক্রম করে।
সূত্র: : অধিকর্তা পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার ভারত মৌসম বিজ্ঞান বিভাগ সল্টলেক, কলকাতা - 700091
|