পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার কর্তৃক1879 শকাব্দ(1957-58খ্রীস্টাব্দ) থেকে'রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ' প্রকাশিত হচ্ছে।পঞ্জিকা প্রণয়নের ক্ষেত্রে দেশের বিভিন্ন অঞ্চলে প্রচলিত নানা প্রকার প্রথার সমন্বয় সাধন এবং আধুনিক বৈজ্ঞানিক মূল নীতিগুলির ভিত্তিতে পঞ্জিকা গণনায় উৎসাহ দেওয়ার প্রয়াসে এই প্রকাশনার প্রবর্তন করা হয়েছে।ইংরেজিও হিন্দি ছাড়াও নিম্নলিখিত ভারতীয় ভাষায় রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ প্রকাশিত হয়।
অসমিয়া, বাংলা, গুজরাটি,কানাড়া, মালয়ালাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলেগু এবং উর্দু।
আরও জানুন
|