Warning!

To view this page properly,your web browser needs to run Javascript

  • If your current browser settings do not allow Javascript,please change your browser settings.
  • If you have an older version of a browser that does not support Javascript,please download the latest version of it.

Positional Astronomy Centre, Kolkata
   
 
Main Links  
Click Here
Click Here
Click Here
Click Here
Click Here
Click Here
Click Here
Disclaimer
 

ডিসেম্বর,২০২মাসের অ্যাস্ট্রোনমিক্যাল বুলেটিন

 


ডিসেম্বর,২০২মাসের অ্যাস্ট্রোনমিক্যাল বুলেটিন

চাঁদ

পূর্ণিমা 08 তারিখ 09h 38m  IST তে ঘটে।  

শেষ কোয়ার্টার 16 তারিখ 14h 26m IST তে ঘটে ।

অমাবস্যা 23 তারিখ 15h 47m IST তে ঘটে।    

প্রথম কোয়ার্টার 30 তারিখ 06h 50m IST তে ঘটে।

অমাবস্যার পরের দিন 24 তারিখ সন্ধ্যায়  ক্রিসেন্ট চাঁদ প্রথম দেখা যায়।

চাঁদ 12  তারিখ অ্যাপোজি বা কক্ষপথে পৃথিবী থেকে দূরে অবস্থান করে  এবং 24 তারিখ পেরিজি বা কক্ষপথে পৃথিবী থেকে কাছে অবস্থান করে।

চাঁদ 1 তারিখ সন্ধ্যায় নেপচুনের প্রায় 3°  দক্ষিনে ,  2 তারিখ বৃহস্পতির প্রায় 3° দক্ষিনে ,  5 তারিখ মধ্যরাত্রির পূর্বে ইউরেনাসের প্রায় ½°  উত্তরে , 8 তারিখ মঙ্গলের প্রায়   ½°  উত্তরে , 24 তারিখ  সূর্যাস্তের কিছু পরেই শুক্রের প্রায় 3½°  দক্ষিনে এবং মধ্যরাত্রির সময় বুধের প্রায় 4° দক্ষিণে , 26 তারিখ শনির প্রায় 4°  দক্ষিণে , 29 তারিখ  নেপচুনের প্রায় 3°  দক্ষিনে এবং বৃহস্পতির প্রায় 2½°  দক্ষিনে  অতিক্রম করে ।

  

পৃথিবী

 22 তারিখ পৃথিবী উইন্টার সলস্টিসে অবস্থান করে।                                                                                            

গ্রহ

গ্রহের দৃশ্যমানতা:

বুধ : মাসের 01 তারিখ পর্যন্ত গ্রহটি সূর্যের খুব কাছাকাছি অবস্থানের কারণে দৃশ্যমান হয় না। তারপর মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত গ্রহটি সূর্যাস্তের প্রায় 1 ঘন্টা থেকে 1½ ঘন্টা পরে এবং মাসের বাকি দিনগুলিতে প্রায় 1½  ঘন্টা থেকে 1 ঘন্টা পরে অস্ত যায়।21 তারিখ গ্রহটি সূর্য থেকে 20° কোণে গ্রেটেস্ট ইস্টার্ন ইলংগেশন পজিশনে থাকে। 29  তারিখ থেকে পৃথিবীর সাপেক্ষে গ্রহটির গতি বক্রী  (রেট্রোগ্রেড) হয়।

শুক্র : মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত গ্রহটি সূর্যাস্তের প্রায় ½  ঘন্টা থেকে 1 ঘন্টা পরে এবং মাসের বাকিদিন গুলিতে প্রায় 1 ঘন্টা থেকে 1½  ঘন্টা পরে অস্ত যায়। গ্রহটি মাসের 26 তারিখ অ্যাপহিলিয়ন বা কক্ষপথে সূর্য থেকে সব থেকে দূরে অবস্থান করে।

মঙ্গল : মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গ্রহটি সূর্যাস্তের  ½  ঘন্টা পর থেকে সূর্যাস্তের কাছাকাছি সময়ে উদিত হয় এবং ঊষাকাল অবধি দৃশ্যমান হয়। তারপর মাসের দ্বিতীয় সপ্তাহ  পর্যন্ত সূর্যোদয়ের কাছাকাছি সময় থেকে সূর্যোদয়ের প্রায় ½ ঘন্টা পূর্বে , মাসের তৃতীয় সপ্তাহ  পর্যন্ত  প্রায় ½  ঘন্টা থেকে  ঘন্টা পূর্বে এবং মাসের বাকী দিনগুলিতে প্রায়  ঘন্টা থেকে   2  ঘন্টা পূর্বে অস্ত যায়।মাসের 8 তারিখ সূর্যের সাপেক্ষে  গ্রহটি অপজিশনে থাকে।   

বৃহস্পতি : মাসের প্রথম সপ্তাহ  পর্যন্ত গ্রহটি স্থানীয় মধ্যরাএির প্রায় 1 ঘন্টা থেকে ½  ঘন্টা পরে , মাসের দ্বিতীয় সপ্তাহ  পর্যন্ত  প্রায় ½  ঘন্টা পর থেকে স্থানীয় মধ্যরাত্রির কাছাকাছি সময়ে ,  মাসের  তৃতীয় সপ্তাহ  পর্যন্ত  স্থানীয় মধ্যরাএির কাছাকাছি সময় থেকে স্থানীয় মধ্যরাএির প্রায়  ½   ঘন্টা পূর্বে  এবং মাসের বাকী  দিনগুলিতে  প্রায় ½   ঘন্টা থেকে 1 ঘন্টা পূর্বে অস্ত যায়। 22 তারিখ গ্রহটি সূর্যের সাপেক্ষে কোয়াড্রেচারে অবস্থান করে।

শনি : পুরো মাস জুড়ে গ্রহটি স্থানীয় মধ্যরাত্রির পূর্বে অস্ত যায়। মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত গ্রহটি স্থানীয় মধ্যরাএির  সময় থেকে প্রায় 2 ঘন্টা থেকে  ঘন্টা পূর্বে , মাসের তৃতীয় সপ্তাহ  পর্যন্ত প্রায়   ঘন্টা থেকে 3 ঘন্টা পূর্বে এবং মাসের বাকী দিনগুলিতে প্রায় 3 ঘন্টা থেকে 4 ঘন্টা পূর্বে অস্ত যায় ।

ইউরেনাস : মাসের প্রথম সপ্তাহ  পর্যন্ত গ্রহটি সূর্যোদয়ের প্রায়   ঘন্টা থেকে 2 ঘন্টা  পূর্বে ,   তৃতীয় সপ্তাহ পর্যন্ত গ্রহটি সূর্যোদয়ের প্রায় 2 ঘন্টা থেকে  ঘন্টা  পূর্বে ,  এবং মাসের বাকী দিনগুলিতে প্রায় 3 ঘন্টা থেকে ঘন্টা  পূর্বে অস্ত যায় ।

নেপচুন  :  মাসের প্রথম সপ্তাহ  পর্যন্ত গ্রহটি   স্থানীয় মধ্যরাত্রির ½  ঘন্টা পর থেকে স্থানীয় মধ্যরাত্রির কাছাকাছি সময়ে, তারপর  মাসের দ্বিতীয় সপ্তাহ  পর্যন্ত গ্রহটি স্থানীয় মধ্যরাত্রির কাছাকাছি সময় থেকে স্থানীয় মধ্যরাত্রির প্রায় ½ ঘন্টা পূর্বে , মাসের তৃতীয়  সপ্তাহে প্রায় ½   ঘন্টা থেকে 1 ঘন্টা পূর্বে এবং মাসের বাকী দিনগুলিতে প্রায় 1 ঘন্টা থেকে   ঘন্টা পূর্বে অস্ত যায় ।  4 তারিখ গ্রহটির গতি পৃথিবীর সাপেক্ষে মার্গী হয় । 14 তারিখ গ্রহটি সূর্যের সাপেক্ষে কোয়াড্রেচারে অবস্থান করে।

গ্রহেরসংযোগ:

22 তারিখ মঙ্গল অ্যালডেবরন (রোহিণী) নক্ষত্রের প্রায় 8° উত্তরে অতিক্রম করে।

29 তারিখ বুধ শুক্রের প্রায় 1½° উত্তরে অতিক্রম করে।

 

গ্রহ

গ্রহের রাশি সঞ্চার

ম্যাগনিচিউড

বুধ

                    03 তারিখ বৃশ্চিক থেকে  ধনু  রাশিতে সঞ্চার ঘটে। 

                     28 তারিখ ধনু থেকে  মকর  রাশিতে সঞ্চার ঘটে।

                    31 তারিখ মকর থেকে  ধনু  রাশিতে সঞ্চার ঘটে।(বক্রী) 

-0.7 থেকে 0.0

0.0 থেকে +1.1

শুক্র

                    05 তারিখ বৃশ্চিক থেকে  ধনু   রাশিতে সঞ্চার ঘটে।

                    29 তারিখ ধনু থেকে  মকর  রাশিতে সঞ্চার ঘটে।

 -3.9

মঙ্গল

             বৃষ রাশিতে অবস্থান করে।

-1.8 থেকে -1.9

-1.9 থেকে -1.1

বৃহস্পতি

            মীন রাশিতে অবস্থান করে।

-2.6 থেকে -2.3

শনি

            মকর রাশিতে অবস্থান করে।

+0.7 থেকে +0.8

ইউরেনাস

            মেষ রাশিতে অবস্থান করে।

+6.0

নেপচুন

            কুম্ভ রাশিতে অবস্থান করে।

+8.0



সূত্র: : অধিকর্তা

পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার

ভারত মৌসম বিজ্ঞান বিভাগ

সল্টলেক, কলকাতা -   700091